Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৪১

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২৯ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা, ৬৬০ বোতল ফেন্সিডিল, ২৮৬২৫ লিটার দেশী মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
এদিকে, কক্সবাজার থেকে গত মঙ্গলবার রাতে শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে আসা দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক যাত্রীরা হল- শফিকুল ইসলাম (২৩) ও নাহিদ হাসান (২৫)। ইউএস বাংলার একটি বিমানে করে তারা ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে দু’জনকে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ