বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় পার্টির মহাসচিব বলেছেন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নের রূপকার একমাত্র হুসেইন মুহম্মদ এরশাদ। দেশে যে হারে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাযজ্ঞ বেড়ে চলছে এবং তাতে মনে হয় দেশে গণতন্ত্রের সরকার নেই, দেশে প্রশাসন নেই, বিচার ব্যবস্থা নেই তারই বহিঃপ্রকাশ। জাতীয় পার্টির দীর্ঘ শাসনামলে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। গতকাল সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করা উপলক্ষ্যে কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব মন্তব্য করেন।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খানেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আজিজ, শেখ মোহাম্মদ শান্ত। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির নেতা- আঃ লতিফ সরকার, ইউনুস মৃধা, কামরুজ্জামান খান, আব্দুল লতিফ মিয়া, আবু তাহের, মিনজাহ আবেদীন বিশাল, আঃ জলিল, মোঃ আবু জামাল খান লিটন প্রমুখ।
জাপা মহাসচিব বলেন, ঐতিহাসিক সোহ্রাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত করবে এই প্রত্যাশা রাখছি। জাতীয় পার্টির নেতাকর্মীরা তৃণমূল পর্যায় সাংগঠনিক ভাবে যেভাবে পরিশ্রম করছে আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠন করতে সক্ষম হবে। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রনতা-কর্মীরা নিরলস পরিশ্রম, ত্যাগ, অভিজ্ঞতা, মেধা, শক্তি, সাহস, বৃথা যাবেনা ইনশাল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।