Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাইওয়ান ওয়াটার পার্কে আগুন : পার্টি উদ্যোক্তার কারাদন্ড

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তাইওয়ানে ওয়াটার পার্ক পার্টির উদ্যোক্তা গত মঙ্গলবার আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে চার বছর ১০ মাসের কারাদ- দেয়া হয়েছে। গত বছরের ২৭ জুন একটি পার্টি চলাকালে দর্শকদের ওপর রং ছিটানোর সময় মঞ্চের লাইটের তাপে আগুন লেগে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটে। নিহতদের বেশিরভাগই ছিল তরুণ। কয়েকজনের শরীর ৪০ শতাংশ পুড়ে যায়। কালার প্লে এশিয়ার মালিক লু চাং-চি তাইপে জেলা আদালতে দোষী সাব্যস্ত হন এবং তাকে ৪ বছর ১০ মাসের কারাদ- দেয়া হয়। আদালত রায় দেয়ার সময় বাইরে হতাহতদের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। তাইওয়ানের গণমাধ্যম জানায়, লু রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। তাইপে’র বাইরে ফরমোসা ওয়াটার পার্কে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পেয়েছিলেন লু। একপর্যায়ে দর্শকদের ওপর রঙ ছিটানোর সময় মঞ্চের লাইট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫ শতাধিক লোক আহতও হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান ওয়াটার পার্কে আগুন : পার্টি উদ্যোক্তার কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ