Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নমস্তে ইংল্যান্ড’ মুক্তি পেয়েছে আজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

আজ বলিউডের ‘নমস্তে ইংল্যান্ড’, ‘বাধাই হো’ পেয়েছে আর আগামীকাল ‘দ্য ডার্ক সাইড অফ লাইফ : মুম্বাই সিটি’ মুক্তি পাবে। পেন ইন্ডিয়া লিমিটেড, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ব্লকবাস্টার মুভি এন্টারটেইনার্সের ব্যানারে মুক্তি পেল ‘নমস্তে ইংল্যান্ড’। রোমান্টিক কমেডি ফিল্ম প্রযোজনা করেছেন বিপুল অম্রুতলাল শাহ, জয়ন্তিলাল গাড়া, অক্ষয় জয়ন্তিলাল গাড়া এবং দাবাল জয়ন্তিলাল গাড়া। বিপুল অম্রুতলাল শাহ-এর পরিচালনায় অভিনয় করেছেন অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, অলঙ্কৃতা সাহাই, আদিত্য সিল এবং অনিল মাঙ্গে। সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান শাহ। জাংলি পিকচার্স এবং ক্রোম পিকচার্সের ব্যানারে মুক্তি পেয়েছে ফ্যামিলি কমেডি ‘বাধাই হো’। বিনীত জৈন এবং আলেয়া সেন চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। অমিত রবীন্দর নাথ শর্মার পরিচালনায় অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা, নীনা গুপ্তা, গজরাজ রাও এবং সুরেখা সিক্রি। তনিষ্ক বাগচী, পাঞ্জাবি এমসি, রোচক কোহলি, জ্যাম এইট এবং আকাশ গুড্ডু সঙ্গীত পরিচালনা করেছেন। ‘দ্য ডার্ক সাইড অফ লাইফ : মুম্বাই সিটি’ মুক্তি পাচ্ছে লক্ষ্য প্রডাকশনের ব্যানারে। থ্রিলার ফিল্মটি প্রযোজনা করেছেন রাজেশ পরদাসানি। তারিক খানের পরিচালনায় অভিনয় করেছেন মহেশ ভাট, কেকে মেনন, নিখিল রত্মাপার্খি নেহা খান, আলিশা খান, আভি এবং গুল সায়েদ। সঙ্গীত পরিচালনা করেছেন রাশিদ খান, শান আসিফ খান, এহসান খান এবং সাবির খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিল্ম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ