মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের বাজারে নিষিদ্ধ হতে চলেছে চীনা ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট। গত মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ নিয়ে কথা বলেন দেশটির বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ। এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, চীন থেকে বিশেষ কিছু মোবাইল ফোন আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের বাণিজ্যমন্ত্রী জানান, চীন থেকে আসা অধিকাংশ ফোনেই সঠিকভাবে আইএমইআই নম্বর থাকে না। অন্য নিরাপত্তারও ঘাটতি থাকে ওই হ্যান্ডসেটগুলোতে। তাই চীন থেকে এ ধরনের ফোন আমদানি নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য ঠিক কোন কোন ব্র্যান্ডের হ্যান্ডসেট আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, তার তালিকা প্রকাশ করা হয়নি। বৈশ্বিক প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বাজার ভারত। বিশেষ করে সম্প্রতি দেশটির স্মার্টফোন বাজার দ্রুত প্রসার লাভ করছে। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।