Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিনকে সামলে তাসামুলের লড়াই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলায় দ্বিতীয় দিনেও একটি বলও মাঠ গড়ায়নি কক্সবাজার ও বরিশালে। তবে বাকি দুই জীবন্ত ম্যাচে পাওয়া যাচ্ছে লড়াইয়ের আভাস।

খুলনায় প্রথম স্তরের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে রংপুরকে লড়াইয়ের রেখেছেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। খুলনার করা ৩০৪ রানের জবাবে ৪ উইকেটে ২০০ রান তুলে দিন শেষ করে রংপুর। ৪৭ রান নিয়ে ব্যাটে আছেন সোহরাওয়ার্দী শুভ। ফিফটির দেখা পেয়েছেন ওপেনার জাহিদ জাবেদ। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে কুলনার সফল বোলার আল-আমিন হোসেন। এর আগে হাতের ৩ উইকেটে এদিন ৩২ রান যোগ করতে পারে খুলনা। সবচেয়ে বিধ্বংসী ছিলেন সাজেদুল ইসলাম। ৮১ রানে ৬ উইকেট নেন এই মিডিয়াম পেসার।

বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিটনকে এগিয়ে রেখেছেন পেসার তাসকিন আহমেদ। মেট্রোর ২৮৭ রানের জবাবে ১৮৭ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে চট্টগ্রাম। বন্দরের শহরকে লড়াইয়ে রেখেছেন তাসামুল হক। ১৩৫ রানেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম। এরপর আর কোন অঘটন ছাড়াই মেহেদী হাসান রানাকে (১৫*) নিয়ে দিন পার করে দেন তাসামুল। ৮১ রান নিয়ে ক্রিজে আছেন এই মিডিল অর্ডার। এর আগে হাতের চার উইকেটে ২১ রান যোগ করতে পারে মেট্রো।


সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)

খুলনা-রংপুর, খুলনা (১ম স্তর)
খুলনা ১ম ইনিংস : (প্রথম দিন শেষে ২৭২/৭) ৯৪.১ ওভারে ৩০৪ (জিয়াউর ৫৩, রাজ্জাক ১, বিশ্বনাথ ৩, আল-আমিন ৮; সাজেদুল ৬/৮১, রবিউল ১/৪০, সাদ্দাম ১/৪৯, শুভ ০/২৭, সঞ্জিত ২/৮০, মাহমুদুল ০/৭)।
রংপুর ১ম ইনিংস : ৭৭ ওভারে ২০০/৪ (জাহিদ ৬৪, মারুফ ৩০, মাহমুদুল ১৫, শুভ ৪৭*, নাঈম ৩০, তানবির ৫*; আল-আমিন ৩/৩৭, জিয়াউর ০/১১, সৌম্য ০/৩৩, রাজ্জাক ০/৪৫, মেহেদী ০/২৬, বিশ্বনাথ ১/৩৪, আফিফ ০/৬)।

ঢাকা মেট্রো-চট্টগ্রাম, বগুড়া (২য় স্তর)
ঢাকা মেট্রো ১ম ইনিংস : (প্রথম দিন শেষে ২৬৬/৬) ১০৪.৫ ওভারে ২৮৭ (সাদমান ৩৬, নাঈম ৯, শামসুর ৫১*, আশরাফুল ০, মেহরাব জুনিয়র ০, সৈকত ১০, জাবিদ ৯০, শরিফউল্লাহ ৪৫, তাসকিন ২৯, সানি ০, শহিদুল ০; ইয়াসিন ০/৫৫, রানা ২/৩১, মাহমুদ ২/৭৩, নাঈম ৩/৭৪, শাখাওয়াত ২/৩৬, মুমিনুল ০/৭)।
চট্টগ্রাম ১ম ইনিংস : ৭৪ ওভারে ১৮৭/৬ (সাদিকুর ২, পিনাক ১২, মুমিনুল ৩৪, ইয়াসির ২৯, তাসামুল ৮১*, মাহিদুল ০, নাঈম ৮, রানা ১৫*; তাসকিন ৩/৪৬, শহিদুল ১/৩২, আশরাফুল ১/৩০, সানি ১/৫৩, শরিফউল্লাহ ০/২০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ