Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর ঘণ্টাধ্বনি দেবে না বিগ বেন

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনে ঘুরতে গিয়ে বিগ বেন দেখেননি এমন পর্যটকের সংখ্যা খুব কমই আছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চতুর্মুখী এই ঘড়িটি দেড় শতক ধরে ব্রিটেনের ঐতিহ্যকে বহন করে চলেছে। দীঘদিন ধরেই ঘড়িটির যান্ত্রিক ত্রুটি দৃশ্যমান হয়ে আসছিল। তবে এবার ঘড়িটির যান্ত্রিক ত্রুটি নিরসনে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, ঘড়িটি সংস্কার করতে সর্বসাকুল্যে ২ কোটি ৯০ লাখ পাউন্ড দরকার পড়বে। যুক্তরাজ্যের পার্লামেন্ট জানিয়েছে, বিগ বেন নিরবচ্ছিন্নভাবে ১৫৭ বছর সম্পূর্ণ অক্ষত অবস্থায় সার্ভিস দিয়েছে। এখন এর সংস্কারের প্রয়োজন। এটা আমরা ইচ্ছাকৃতভাবে করছি বিষয়টি এমন নয়। বরং এর যান্ত্রিক ত্রুটি সারিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। সংস্কারে তিন বছর সময় লাগবে। আগামী বছর থেকে ঘড়িটি সংস্কারের কাজে হাত দিবে বলেও জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। এ বিষয়ে যুক্তরাজ্যের মুখপাত্র বিবিসিকে বলেন, সংস্কারের জন্য বিগ বেন সব সময় বন্ধ থাকবে না। ঘড়িটির কোন বিশেষ যন্ত্রপাতি প্রতিস্থাপনের ক্ষেত্রেই কেবল বন্ধ রাখা হতে পারে। এই সময়টা কয়েক মাসের বেশি নয়। সংস্কারের সময় ঘড়িটি ঘণ্টাধ্বনি হয়তো সব সময় বাজানো সম্ভব হবে না। তবে গুরুত্বপূর্ণ উৎসবগুলোতে ঘণ্টা চালু রাখা হবে বলে জানান তিনি।এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন বছর ঘণ্টাধ্বনি দেবে না বিগ বেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ