Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন ও সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ

চীন সফর শেষে দেশে ফিরেছেন মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

চীন সফর শেষে দেশে ফিরেই চলমান উন্নয়ন প্রকল্প ও সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল (মঙ্গলবার) চসিক প্রকৌশলীদের সাথে বৈঠকে তিনি এ নির্দেশ দেন। সকালে চীন থেকে দেশে ফিরেন মেয়র। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি পোর্ট কানেকটিং রোড ও আগ্রাবাদ এক্সেস রোড পরিদর্শন করেন। নগরীর গুরুত্বপূর্ণ এ দু’টি সড়কে সংস্কার কাজ চলছে। মেয়র চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি পণ্যমুখী যানবাহন চলাচল স্বাভাবিক করতে ও জনদুর্ভোগ লাঘবে সড়ক দু’টির সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন। একইসাথে মেয়র কাজের গুণগত মানও অক্ষুণ্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।
বিকেলে নগর ভবনে প্রকৌশলীদের সাথে বৈঠক করেন মেয়র। বৈঠকে গেল সপ্তাহের টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের তাগিদ দেন মেয়র। প্রকৌশলীদের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টি থামার পর সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নগরীর ভিআইপি সড়ক হিসেবে পরিচিত বিমানবন্দর সড়কে ব্যাপক সংস্কার করা হয়েছে। মেয়র প্রকৌশলীদের কাছ থেকে জাইকা, এডিপি, থোক বরাদ্দ প্রকল্প কার্যাদেশ প্রাপ্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন।

বৈঠকে চসিক প্রধান নির্বাহি মো. সামসুদ্দোহা, সচিব আবুল হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে বিমানবন্দরে এসে পৌঁছলে ভারপ্রাপ্ত মেয়র ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জুসহ কর্পোরেশনের পদস্থ কর্মকর্তাগণ মেয়রকে অর্ভ্যথনা জানান। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন সফরে যান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়ন

২৩ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
২৮ অক্টোবর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ