মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার গোলান মালভূমির উপর ইসরাইলের দাবি নাকচ করে দিয়েছে জাতিসংঘ। সিরিয়ার গোলান মালভূমি ‘চিরদিন’ ইসরাইলের অধিকারে থাকবে- ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবি নাকচ করে দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চীনের রাষ্ট্রদূত লিউ জিয়াই যিনি চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ গত মঙ্গলবার এক সিদ্ধান্তে সম্মত হয়েছে যে, গোলান মালভূমির পরিচয় অপরিবর্তিত থাকবে। লিউ জিয়াই ১৯৮১ সালের এক প্রস্তাবের উল্লেখ করেন যাতে বলা আছে, দখলকৃত সিরীয় গোলান মালভূমিতে কোনো ধরনের আইন, বিচার ও প্রশাসন ক্ষমতা প্রয়োগের ইসরাইলি সিদ্ধান্ত অবৈধ এবং সেটা আন্তর্জাতিক কোনো আইনি প্রভাব ছাড়াই। লিউ জিয়াই বলেন, ‘গোলান মালভূমি ‘চিরদিন’ ইসরাইলের হাতে থাকবে’ চলতি মাসের নেতানিয়াহুর এমন মন্তব্যে নিরাপত্তা পরিষদের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে। ১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল ও ১৯৮১ সালে নিজেদের ভূ-খ-ের সাথে যুক্ত করে নিলেও কখনোই আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।