Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনীর এয়ার উইং চায় সংসদীয় কমিটি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীন বিভিন্ন বাহিনীর জন্য এয়ার উইং চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এ তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আবুল কালাম আজাদ, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী। দেশের বিভিন্ন বাহিনীর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পুলিশ, বিজিবি, ও আনসার বাহিনী। বৈঠকে কমিটি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সুনাম ও ভাবমূর্তি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। এছাড়া ঢাকা শহরের যানজট সমস্যার কারণ ও প্রতিকারের উপায় অনুসন্ধানে সংসদীয় সাব-কমিটির প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংসদীয় কমিটি

২ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ