পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গ্যাস উত্তোলনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল সোমবার কমিটির পক্ষ থেকে গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেয়া হয়। গতকাল হবিগঞ্জ জেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জ গ্যাস ফিল্ড সরেজমিন পরিদর্শন করে সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কমিটির সদস্য মো. আবু জাহির, মো. আলী আজগর, মো, নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসনে সওদাগর, মোছা.খালেদা খানম ও বেগম নার্গিস রহমান এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সংসদীয় প্রতিনিধি দল সোমবার সকালে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌছলে পৌঁছালে স্থানীয় গ্যাস ফিল্ডের কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে প্রতিনিধি দল হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।