মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান দলীয় মার্কিন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন গত মঙ্গলবার রাতে ৫টি অঙ্গরাজ্যের প্রাইমারিতে ৪টিতে জয়লাভের পর এখন বিজয়ীর মতো কথাবার্তা বলতে শুরু করেছেন। আগামী নভেম্বরের নির্বাচনের জন্য তার দৃষ্টি এখন স্যান্ডার্সের সমর্থকদের দিকে। ডেমোক্রেট দলীয় মনোনয়ন পেতে হিলারি এখন দোরগোড়ায় এসে পড়ছেন। ডেমোক্রেট দলের মনোনয়ন পাওয়ার জন্য ২ হাজার ৩৮৩ ডেলিগেট নিশ্চিত করতে হবে। এ পর্যন্ত হিলারি পেয়েছেন ২ হাজার ১৪১টি ডেলিগেট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স পেয়েছেন মাত্র ১ হাজার ২২১টি ডেলিগেট। হিলারিকে আর মাত্র ২৪২টি ডেলিগেট সমর্থন পেতে হবে। মঙ্গলবারের বিজয় নভেম্বরের সাধারণ নির্বাচনের প্রচারণার জন্য হিলারিকে পুরোপুরি আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি এখন আসন্ন সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভাসিয়ে দিতে সকল ডেমোক্রেটকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন। হিলারি ফিলাডেলফিয়ায় এক উচ্ছ্বসিত সমাবেশে বলেন, সাধারণ নির্বাচনে বিজয়ী হতে আমরা আমাদের দলকে একত্রিত করব। আমরা প্রত্যেকের চোখের পানি মুছে দিয়ে আবার একত্রিত হয়ে উঠে দাঁড়াব এবং নিশ্চই জয়ী হব। সমাবেশে হিলারি বলেন, আপনারা সিনেটর স্যান্ডার্স বা আমাকে সমর্থন করবেন কিনা, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের মধ্যে বিভক্তির চেয়ে ঐক্য জরুরি। গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।