Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল মালয়েশিয়ার সঙ্গে শ্র্রমচুক্তি করছে ২৯ অক্টোবর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

আগামী দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়া ও নেপাল একটি শ্রমচুক্তি করতে যাচ্ছে। নেপালের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মহেশ প্রসাদ দহল জানিয়েছেন, আগামী ২৯ অক্টোবর দ্ইু পক্ষ এই চুক্তি সই করবে। বেশ কয়েক মাস আলোচনার পর সই হতে যাওয়া চুক্তিটিকে ‘একটি মাইলফলক অর্জন’ হিসেবে অভিহিত করেন দহল। তিনি বলেন, অন্যান্য দেশের সঙ্গে একই ধরনের চুক্তি সইয়ের ক্ষেত্রে এই চুক্তি বেঞ্চমার্ক হিসেবে কাজ কবে। চুক্তিটি হবে মন্ত্রী পর্যায়ে। চুক্তি সই করার জন্য মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান ২৮ অক্টোবর নেপাল আসছেন। এই চুক্তির পর আবারো মালয়েশিয়ায় নেপালের শ্রমিক নিয়োগ শুরু হবে। নেপালি শ্রমিকদের একটি পছন্দের গন্তব্য হলো মালয়েশিয়া। দেশটিতে পাঁচ মাস ধরে নেপালি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে। দহল বলেন, মন্ত্রীরা শ্রম চুক্তি সই করার পর কারিগরি টিম নেপালি শ্রমিকদের গমন শুরু করার ব্যবস্থা নিয়ে আলোচনা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে শিগগিরই নেপালি শ্রমিক নিয়োগ শুরু হবে। নতুন চুক্তি নেপালের দরিদ্র শ্রমিকদের আর্থিকভাবে শোষণের অবসান ঘটাবে বলে শ্রম মন্ত্রণালয় দাবি করেছে। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্র্রমচুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ