প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা-পরিচালক ব্র্যাডলি কুপারের সঙ্গে কাজ করতে করতে অভিনেত্রী-গায়িকা লেডি গাগা অনেক শিখেছেন এবং তিনি মনে করেন কুপার তার জীবন বদলে দিয়েছেন। গাগা কুপারের পরিচালনায় তার বিপরীতে ১৯৩৭ সালের ‘আ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রের রিমেকে অভিনয় করেছেন। গাগা বলেন, “চলচ্চিত্রটির শুটিং শুরুর আগে আমরা দুজন একত্রে কিছু কর্মশালা করার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছিলাম এই সময় আমাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে।” “চরিত্রটির সঙ্গে মিশে যাবার প্রক্রিয়া আমি খুব উপভোগ করেছি কারণ এই সাজে (অন্য চুলের রঙ) আমি বেরোলে কেউ আমাকে চিনতেই পারত না। আর তা অ্যালি চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে সাহায্য করেছে।” “ব্র্যাডলি আমাকে বলত ‘আমার ওপর ভরসা রাখ’, ফিল্মে যেমন অ্যালিকে বলত তেমনি সরাসরি আমাকেও বলত, আর তাতে আমি কাজে নিরাপদ বোধ করেছি আমার আমার চরিত্রের বেদনা, নিরাপত্তাহীনতা আর ভয় আমার চরিত্রে সমন্বিত করতে পেরেছি।” তিনি বলেন, “ব্র্যাডলি একজন চমৎকার মানুষ।” “তিনি খোলামনের একজন দয়ালু মানুষ তার সঙ্গে কাজ করে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি। আমি সবসময় তার প্রশংসা করি কিন্তু তিনি আমাকে অনেক শিখিয়েছেন আর আমার জীবন বদলে দিয়েছেন,” গাগা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।