পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর একান্তে বৈঠক করেছেন। গতকাল রাতে বি চৌধুরীর বারিধারার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দু’জনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। বিকল্পধারার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের যে দূরত্ব তৈরী হয়েছে তা দূর করতে বি চৌধুরীর বাসায় গেছেন এমনটাই সংশ্লিষ্টরা মনে করেন। বাসায় যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রাত ১০টায় বারিধারার বাসভবনে যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে দু’জনে ঘন্টা দেড়েক একান্তে কথা বলেছেন বলে বি’ চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
বিএনপি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য মিলে গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রা শুরু হয়। ওই দিন সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই ঐক্যফ্রন্টের ঘোষনা দেন ড. কামাল হোসেন। তবে ওই সংবাদ সম্মেলনে একিউএম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন না। বিকল্পধারার অভিযোগ তাদেরকে ইচ্ছে করে রাখা হয়নি। এ নিয়ে বি’ চৌধুরী ক্ষুব্ধ হন। পরে বারিধারায় নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলন করে বলেন, নতুন জাতীয় ঐক্যফ্রন্টে তিনি দুটি শর্তে যেতে পারেন।
বি. চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে যে ঐক্য প্রক্রিয়া চলছে তার সঙ্গে বিকল্পধারা থাকবে না। এ ছাড়া সংসদে ভারসাম্য এবং স্বেচ্ছাচারিতা বন্ধ করতে নিজ দলের জন্য ১৫০ আসন দাবি করেন তিনি। ওই দিন ড. কামাল হোসেনের বাসায় গিয়ে সেখান থেকে ফিরে এসে বি চৌধুরী হতাশাও প্রকাশ করেন।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।