Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ

নগরজুড়ে আনন্দ মিছিল

মো: শামসুল আলম খান | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

দেশের ১২ তম সিটি করপোরেশন হিসেবে নিকারের অনুমোদনের পর সীমানা নিয়ে জটিলতা কাটিয়ে অবশেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ পৌরসভার ৩২ টি মৌজা নিয়ে যাত্রা শুরু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের গেজেট প্রকাশের তিন বছরের মাথায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপণ (১২৫৪৮) নং গেজেট মূলে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন-২ শাখার ) আইন ও ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করে। গত রোববার রাতে গেজেট প্রকাশের মধ্যে দিয়ে ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ফলে আনন্দ-উল্লাস বইতে শুরু করেছে নগরবাসীর মাঝে। ময়মনসিংহ পৌরসভার জনপ্রিয় শেষ মেয়র ও মহানগর আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মো: ইকরামুল হক টিটু’র অনুসারীরা মহানগরের কমপক্ষে ২০ টি পয়েন্টে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের প্রশাসক শিগগিরই নিয়োগ দেবে। তবে কে হবেন প্রশাসক এ বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি কোন সূত্রই। নবগঠিত এ সিটি করপোরশনে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। আইন অনুযায়ী গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা। গেজেট অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩২টি মৌজা হচ্ছে- ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগন্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃস্টপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর(আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ^রদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক)।



 

Show all comments
  • kamruzzaman ২৪ অক্টোবর, ২০১৮, ৬:০৫ পিএম says : 0
    11নং ইউনিয়ান কি সিটিতে পড়ছে কি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনন্দ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ