রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিরাই আ.লীগের সরকারের উন্নয়নের মূল চালিকা শক্তি। স্বাধীনতার পর আ.লীগ সরকার গত দশ বছরে যে উন্নয়ন হয়েছে দেশে আর কখনো হয়নি। প্রতিটি ইউনয়নের ওয়ার্ডে যে উন্নয়ন হয়েছে তা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে হয়েছে তাই আগামিতে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে আবারও বিজয়ী করুন। তিনি গতকাল সোমবার উপজেলার জুরনাপুর কমপ্লেক্সে স্থানীয় ইউপি ও পৌরসভার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের উপদেষ্ঠা মাহমুদা ভূঁইয়া, পৌরসভার মেয়র নাঈম ইউছুফ সেইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ রোজিনা আক্তার, সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস ছালম, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ভূঁইয়া, উপজেলা মহিলা লীগের সভানেত্রী জেবুন্নেছা জেবু, শ্রমিকলীগের সভাপতি রকিবউদ্দিন রকিবসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ এবং উপজেলা আ.লীগের নেতরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।