Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে হিন্দুদের মধ্যে এমপির চাল বিতরণ

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে জিআর চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার মধ্যদিয়ে এ চাল বিতরণ করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত ঠাকুর ও সাধারণ সম্পাদক বাবু নন্দ গোপাল সেন, ঢাকা জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম, গাঙ্গুটিয়া ইউপি চেয়ারম্যান কাদের মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি, সাংবাদিক বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উজ্জল, পিয়াস প্রমুখ। এ সময় এমপি এম এ মালেক বলেন, আ.লীগ সরকার আছে বলেই দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয় করতে হবে। নৌকা বিজয় করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯৫টি পূজামন্ডপে পাঁচশত কেজি করে চাল বিতরণ করেন। এ সময় প্রতিটি পূজামন্ডপ কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্গাপূজা

১৪ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ