রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
‘স্বনির্ভর চলায় সাদাছড়ি নিরাপত্তার প্রতীক’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে এবং এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এসডিএর সহযোগিতায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৮ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ অক্টোবর দিবস উপলক্ষে এতিম মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে এতিম মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শিলা রানী দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক এস এম শাহজাদা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়ন মনি বিশ্বাস, এসডিএর পরিচালক কে এম এনায়েত হোসেন, এডিডি ইন্টারন্যাশনালের প্রজেক্ট কো-অর্ডিনেটর এম এ ইকবাল, সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার মো. আমিনুল ইসলাম ও রেজিস্টার মো. মাহবুবুর রহমান। আলোচনা শেষে ১৫ জন অন্ধ মানুষের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।