Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে সামরিক অভিযানের আহ্বান সউদী প্রিন্সের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ৭:১৩ পিএম

কুয়েতের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন সউদী আরবের রাজপুত্র খালিদ বিন আব্দুল্লাহ আল সৌদ । এক টুইট বার্তায় তিনি কুয়েতের রাজপরিবারকে মুসলিম বিশ্বের ময়লা বলে অভিহিত করে জানান, তাদের বিরুদ্ধে একটি অপারেশন ডেসিসিভ স্টর্ম পরিচালনা করা দরকার। তার এ মন্তব্যের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
খবরে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনে সউদী আরবের সামরিক অভিযানের নাম দেয়া হয়েছিল ডেসিসিভ স্টর্ম। তার আদলেই কুয়েতের বিরুদ্ধেও একটি সামরিক অভিযান চান প্রিন্স খালিদ বিন আব্দুল্লাহ।
তার এ টুইটের সমালোচনা করে একজন লিখেছেন, কুয়েতের আপনার থেকে উপদেষ নিতে হবে না। আল্লাহকে ধন্যবাদ, তিনি সুবাহ আল আহমেদ আল-সুবাহকে আমাদের আমির বানিয়েছেন। তাকে আমরা মেনে চলি।
আরেকজন লিখেছেন, সকল উপসাগরীয় দেশগুলোকে মুসলিম ভ্রাতৃত্ব থেকে বাদ দেয়া উচিত। এরমধ্যে সবার আগে রয়েছে সউদী আরব। সূত্র: মিডলইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েতে সামরিক অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ