Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজিবের নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

রাজধানীতে দুই বাসের চাপায় নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হাসানের দুর্ঘটনার জন্য কে দায়ী তা চিহ্নিত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। গতকাল রোববার এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ প্রতিবেদনের বিষয়ে বিচারপতি জেবি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ আজ সোমবার আদেশ দেবেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিচার্স ইনস্টিটিউটের পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, তার মনোনীত একজন সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সমন্বয়ে গঠিত কমিটি এ প্রতিবেদন দিয়েছে। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সোমবার আদালত আদেশ দেবেন।
গত ৩ এপ্রিল দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজিবের। এ ঘটনায় ৪ এপ্রিল রিট আবেদন করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কিন্তু রাজিব ১৬ এপ্রিল দিবাগত রাতে মারা যান। রাজিবের মৃত্যুর খবর জানানোর পর আদালত গত ৮ মে এক আদেশে রাজিবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন। আপিল বিভাগ ২২ মে হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। একই সঙ্গে হাইকোর্টকে কমিটি করতে নির্দেশ দিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ