Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরডিএ-বগুড়া’র ৪৬তম বোর্ড সভা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের দারিদ্র বিমোচনে পল্লী অঞ্চলের উন্নয়নের বিকল্প নেই। পল্লী অঞ্চলের দারিদ্র দূরীকরণে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে আনা সম্ভব হবে। যথাযথ প্রশিক্ষণ দেয়া গেলে কৃষি নির্ভর জনগোষ্ঠী আরও দক্ষতার সাথে নিজেদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
গতকাল সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া-এর পরিচালনা পরিষদের ৪৬তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঁঙ্গা, বগুড়া-৫ আসনের এমপি মো. হাবিবর রহমান, আরডিএ, বগুড়ার মহাপরিচালক এম এ মতিন ও বোর্ডের সদস্যসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ