Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জ ইসলামী ব্যাংকের আরডিএস সদস্যদের সাথে মতবিনিময়

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে গত রবিবার শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আরডিএস সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান শহিদুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালক, ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ, সদস্য বোরহান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের এসভিপি ও আরডিডি-এর প্রধান মাহবুব আলম, জোনাল অফিসের এসভিপি রুহুল আমিন, সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক এ.এইচ.এম. রাশেদুল ইসলাম প্রমুখ। আরডিএস’র মাধ্যমে যে ভূমিকা পালন করে যাচ্ছে তা দেশে-বিদেশে বিশেষ মর্যাদার সাথে বিবেচিত হচ্ছে। মতবিনিময় সভায় আরডিএস’র ২ শতাধিক সদস্য অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ এর আগে সুন্দরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের নিয়ে প্রশিক্ষণে বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুন্দরগঞ্জ ইসলামী ব্যাংকের আরডিএস সদস্যদের সাথে মতবিনিময়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ