Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ দলীয় লোকদের চাকরি দিচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০১ এএম

রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে অভিযোগ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগ বলছে স্বাধীনতাবিরোধীরা নাকি সরকারি চাকরিতে প্রবেশ করেছে। তারা এখন তাদের চিহ্নিত করে স্বাধীনতার পক্ষের লোকদের চাকরিতে ঢোকাবে। মূলত তাদের পক্ষের লোকজনকে চাকরিতে প্রবেশ করার সুযোগ দিচ্ছে। স্বাধীনতা বিরোধী চিহ্নিতের নামে দলীয় লোজদের চাকরি দেয়া কিসের লক্ষণ? বর্তমানে দেশে সরকারি চাকরিতে ঢুকতে গেলে আওয়ামী লীগ করা লাগে। সরকারি চাকরিতে কে ঢুকবে তা নির্ধারণ করে দেয় আওয়ামী লীগ। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মহাজোট সরকারের স্বৈরতান্ত্রিক দুঃশাসন, জুলুম, লুটপাটের প্রতিবাদে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন নিয়ন্ত্রণ করছে তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাম-গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক, বাসদ নেতা বজলুল রশিদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।
দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকেও দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন বাহিনীতে চাকরিরতরা যেভাবে কথা বলেন মনে হয় তারা আওয়ামী লীগ করেন। এমনকি কে কোন দল করবে, দলের নিবন্ধন সব কিছু গোয়েন্দা নিয়ন্ত্রণ করছে। এভাবে কোনও দেশ চলতে পারে না। এর পরিবর্তন আনতে হবে। আর এর পরিবর্তন আনতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশের পর মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এরপর ব্যারিকেডের মধ্যেই বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।



 

Show all comments
  • Md Abdul Karim ১৫ অক্টোবর, ২০১৮, ১২:৪৫ পিএম says : 0
    ১০০% সত্যি কথা।
    Total Reply(0) Reply
  • Md Abdullah ১৫ অক্টোবর, ২০১৮, ১২:৪৫ পিএম says : 0
    yes
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ