Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডে কেয়ার আইন প্রণয়নের কাজ চলছে

-মেহের আফরোজ চুমকি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সারা দেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ৯৮টি ডে কেয়ার কেন্দ্র স্থাপন করেছে। এ ক্ষেত্রে ব্যাক্তিগত অংশগ্রহণকে উৎসাহিত করতে একটি আইন প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, শুধু মাত্র সন্তান লালন পালন করার জন্য অনেক মাকে চাকরি ছেড়ে দিতে হয়। ফলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রন কমে যায়। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউ এন উইমেন বাংলাদেশ এর আয়োজনে সিডো ৬৫ মিটিংয়ের নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রনালয়ের করণীয় নির্ধারন বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, ইউ এন উইমেন বাংলাদেশের প্রতিনিধি শোকো ইশিকাওয়া। সভায় বিভিন্ন মন্ত্রনালয়ের প্রতিনিধি এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহন করে।
নাছিমা বেগম এনডিসি বলেন, ২০৩০ সালের আগেই বাংলাদেশে জেন্ডার সমতা অর্জিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন

৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ