Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথমবারের মতো গাইলেন মোশাররফ করিম দম্পতি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

প্রথমবারের মতো গান গাইলেন মোশাররফ করিম। একটি ধারাবাহিক নাটকের সূচনা সংগীত গেয়েছেন তিনি। তার সঙ্গে গেয়েছেন তার স্ত্রী জুঁই করিম ও অভিনেতা আহসান হাবীব নাসিম। রওনক হাসান পরিচালিত ধারাবাহিকটির নাম ‘বিবাহ হবে’। টম ক্রিয়েশনস প্রযোজিত এই ধারাবাহিকের জন্য গানটি লিখেছেন রওনক হাসান ও নাওমি কামরুন বিধু। সুর-সংগীত করেছেন আহম্মেদ হুমায়ূন। গানটির রেকর্ডিং ইতোমধ্যে শেষ হয়েছে। ধারাবাহিকটির শূটিং একটানা ১১ দিন শেষে এখন চলছে স¤পাদনার কাজ। রওনক বলেন, ধারাবাহিকটির প্রথম অংশের শূটিং শেষে স¤পাদনার পাশাপাশি এর শীর্ষ সংগীতের কাজটিও শেষ করলাম। গানটি দারুণ হয়েছে। আমি মুগ্ধ। গানটির সঙ্গে জড়িত সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিঘ্রই নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, বড়দা মিঠু, আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মনিরা মিঠু, জয়রাজ, ইন্তেখাব দিনার, নমিরা, তারিক স্বপন, নাদিয়া, সুজাত শিমুলসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ