মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একবার সার্জিক্যাল স্ট্রাইক চালালে জবাবে দশবার সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে বলে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে পাকিস্তান। পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর সাম্প্রতিক কথার লড়াইয়ের মধ্যে শনিবার এ হুমকি দিয়েছে পাকিস্তান বলে জানিয়েছে গণমাধ্যম। লন্ডনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর একথা বলেছেন বলে শনিবার জানিয়েছে গণমাধ্যমটি। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সফরসঙ্গী হিসেবে গফুর তখন লন্ডনে ছিলেন। “যদি পাকিস্তানের ভিতরে সার্জিক্যাল হামলা চালানোর সাহস দেখায় ভারত, তবে জবাবে ১০টি সার্জিক্যাল হামলার মুখোমুখি হবে তারা,” গফুর এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রেডিও পাকিস্তান। তিনি আরও বলেছেন, “আমাদের বিরুদ্ধে যারা আকস্মিক দুর্দশা ঘটানোর কথা ভাবছে তারা পাকিস্তানের সামর্থ্য সম্পর্কে ধারণা রাখে তাতে কোনো সন্দেহ নেই।” সেনাবাহিনী পাকিস্তানের গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বলে সাক্ষাৎকারে করা এক মন্তব্যে দাবি করেছেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বলেছেন, পাকিস্তান দৃঢ়তার সঙ্গে জোরদার স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে এবং পারস্পরিক কল্যাণ ও অন্যান্য অভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্য-পাকিস্তান নিরাপত্তা সম্পর্ক পরবর্তী পর্যায়ে নিতে প্রস্তুত। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে সেদেশের সেনাবাহিনী প্রধান স্যার নিকলসন কার্টারের সঙ্গে বৈঠকালে জেনারেল বাজওয়া এই মনোভাব ব্যক্ত করেন। পাকিস্তানি সেনা প্রধানকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান তার ব্রিটিশ প্রতিপক্ষ। আইএসপিআর’র এক বিবৃতিতে বলা হয় দুই সেনা প্রধানের বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিনিধি দল পর্যায়ে বৈঠক হয়। সেখানে নিরাপত্তা পরিবেশ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পরে পাকিস্তানের সেনাপ্রধান ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী গাভিন উইলিয়ামসন, প্রধানমন্ত্রীর আফগান ও পাকিস্তান বিষয়ক বিশেষ দূত গারেথ বেলে ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্ক স্যাডউইলের সঙ্গে সাক্ষাত করেন। এসব সাক্ষাতে বৈশ্বিক ভূরাজনীতি ও ভূ-অর্থনৈতিক পরিবেশ থেকে শুরু করে ব্রিটেনে বসবাসরত পাকিস্তানী জনগোষ্ঠীসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। বৈঠকগুলোতে উদীয়মান নিরাপত্তা পরিবেশ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচিত হয়েছে। ব্রিটিশ নেতারা সন্ত্রাসদমন ক্ষেত্রে পাকিস্তানের বিশেষ অর্জনের বিষয়টি স্বীকার করেন এবং পাকিস্তানে নিরাপত্তা পরিবেশের উন্নতির প্রশংসা করেন। এটা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তারা। ডন,এনডিটিভি, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।