মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো বলেছেন, তার দেশ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে রাজি আছে। তিনি শনিবার সন্ধ্যায় রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। রি ইয়ং-হো বলেন, পরমাণু অস্ত্রের হুমকি থেকে কোরীয় উপদ্বীপকে মুক্ত করাই উত্তর কোরিয়ার লক্ষ্য। তবে তিনি এ কথাও বলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে আস্থা সৃষ্টিকারী বাস্তবসম্মত পদক্ষেপ আশা করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এরইমধ্যে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগ করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি গ্রহণ করেছে বলেও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। অপরদিকে, কোরীয় উপদ্বীপে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। তিনি বলেন, উত্তর কোরিয়ার এই দাবি মেনে নিলে দেশটির সঙ্গে আমেরিকার কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্কের অবসান ঘটবে। উত্তর কোরিয়া ইস্যুতে সিউলের সঙ্গে যখন ওয়াশিংটনের মতপার্থক্য বাড়ছে তখন মুন জায়ে-ইন এ আহ্বান জানালেন। ব্রিটেনের রাষ্ট্রীয় সম্ম্প্রচার সংস্থা বিবিসি-কে গতকাল (শুক্রবার) দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমেরিকার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেয়া উচিত। পার্সটুডে, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।