Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন হয়রানিতে তোলপাড় ভারত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

যৌন হয়রানি বিরোধী আন্দোলন মি-টু নিয়ে তোলপাড় ভারতে। রাজনীতি, ব্যবসা, চলচ্চিত্রসহ সব অঙ্গনে যৌন হয়রানির শিকার নারীরা একে একে মুখ খোলা শুরু করেছেন। তাতে নিজের পদ থেকে এরই মধ্যে সরে গেছেন অনেকে। বিজ্ঞাপনী সংস্থা, ডিজাইন ও মিডিয়া জগতের শীর্ষ স্থানীয় নারীরা সারা দেশে কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিষয়ে নারীদেরকে একত্রিত হতে একটি খোলা চিঠি লিখেছেন। স্পর্শকাতর পর্যায়ে কাজ করেন এমন অনেকের বিরুদ্ধে কথা উঠেছে। যৌন হয়রানির অভিযোগ উঠেছে শীর্ষ স্থানীয় ‘কাস্টিং এজেন্টস’ মুকেশ ছাব্রা ও ভিকি সিদানার বিরুদ্ধে। একই অভিযোগে বলিউটের শীর্ষ স্থানীয় পরিচালক ও প্রযোজক সাদিক খান পদত্যাগ করেছেন। এর আগে পদত্যাগ করেছেন বলিউটের শক্তিধর অভিনেতা অক্ষয় কুমার। এছাড়া অভিযোগ আছে নানা পাটেকরের বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, যৌন হয়রানির বিরুদ্ধে যে নারীরা খোলা চিঠি লিখেছেন তারা বিভিন্ন কোম্পানিতে শীর্ষস্থানীয় পদে আসনে। তাদের ওই খোলা চিঠি প্রকাশিত হয়েছে ‘দ্য কালেকটিভ’ নামে। এতে বলা হয়েছে, ভারতের বিজ্ঞাপনী সংস্থা, ডিজাইন ও মিডিয়া জগতে অনেক যৌন হয়রানির ভয়াবহ সব খবর তারা পড়ছেন। এতে তারা হতাশাগ্রস্ত, বেদনাহত, ক্ষুব্ধ। তারা বলেছেন, যেকোনো হয়রানির পক্ষে সাফাই গাওয়া যায় না। কারো ক্ষমতা ব্যবহার করে অথবা লিঙ্গগত বৈষম্যে ভিত্তিতে কাউকে নির্যাতন বা হয়রানির করা পক্ষে সমীচীন নয়। কর্মক্ষেত্রে সবার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে না পারলে আমরা কখনোই সামনে এগুতে পারবো না। সংশ্লিষ্ট খাতের কনসালট্যান্ট সুহেল শেঠের বিরুদ্ধে স¤প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠে। কমপক্ষে চারজন নারী তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন। সুহেল শেঠ একজন জনপ্রিয় সেলিব্রেটি কনসালটেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ২৭ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা নতাশজা রাথোর। তিনি সুহেল শেঠের বিরুদ্ধে যৌন হয়রানির বেশ কিছুসংখ্যক হোয়াটঅ্যাপের স্ক্রিনশট প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন আরেক নারী। তিনি ৩৩ বছর বয়সী সাংবাদিক। নাম মন্দাকিনি গাহলোট। তিনি একটি ঘটনার উল্লেখ করেছেন। অন্যদিকে আরো দুজন নারী একই অভিযোগ এনেছেন। তবে তারা তাদের নাম প্রকাশ করতে চান না। অন্যদিকে বলিউডে ছবি ‘হাউজফুল ৪’ থেকে পদত্যাগ করেছেন পরিচালক সাজিদ খান। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন দুই নারী। এ ছাড়া একই অভিযোগ উঠেছে অভিনেতা নানা পাটেকরে বিরুদ্ধে। তার সাবেক সহকারী অভিনেত্রী সালোনি চোপড়া ব্যক্তিগত এমন হয়রানির বেশ কিছু ঘটনা বর্ণনা করেছেন। তিনি সাদিক খানের সঙ্গে তার জীবনের সবচেয়ে বাজে সময় পাড় করেছেন বলে বর্ণনা করেছেন। জবাবে সাজিদ খান টুইট করেছেন। তিনি তাতে লিখেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এতে আমার পরিবারের ওপর চাপ বেড়েছে। চাপ পড়ছে আমার ও ‘হাউজফুল ৪’ ছবির তারকাদের ওপর। তাই নৈতিক দায়িত্ব নিয়ে আমার পরিচালক পদ ত্যাগ করতে হচ্ছে। এ অভিযোগ সত্য নয় এটা প্রমাণ করা পর্যন্ত আমি ওই পদ থেকে দূরে থাকবো। সত্য বেরিয়ে না আসা পর্যন্ত আমি মিডিয়ায় আমার বন্ধুদেরকে এ নিয়ে কোনো বিচার না করার আহ্বান জানাই। অন্যদিকে অভিনেতা অক্ষয় কুমারও পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, আমি প্রযোজককে এ ছবির শুটিং বাতিল করতে অনুরোধ করেছি। বলেছি, যতক্ষণ তদন্ত শেষ না হচ্ছে এর শুটিং বন্ধ রাখুন। আমি কোনো প্রমাণিত অপরাধীর সঙ্গে কাজ করবো না। ওদিকে প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ছড়িয়ে পড়ে শুক্রবার। করিম মোরানি প্রযোজনা করেছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘রা-ওয়ান’ ছবির মতো ছবি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। দিল্লিভিত্তিক উদীয়মান এক অভিনেত্রী বলেছেন, তার আপত্তিকর ছবি, ভিডিও ধারণ করেছেন করিম মোরানি। টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • Chastity ১৫ মার্চ, ২০১৯, ১১:০৭ এএম says : 0
    win real money gambling casino slots games online poker real money casino games
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ