মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কেরালা রাজ্যে শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশের রায় নিয়ে গণ-আত্মহত্যার হুমকি দিয়েছে শিবসেনার কেরালা শাখা। আগামী সপ্তাহ থেকে খুলতে চলেছে শবরীমালা মন্দিরের দরজা। কিন্তু তার আগেই কেরালা শিবসেনা জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের রায় মেনে কোনো কমবয়সী বা ঋতুবতী নারী শবরীমালা মন্দিরে প্রবেশ করলে গণ-আত্মহত্যা করবেন তাদের নারী কর্মীরা। এই মন্দিরে সব বয়সের নারীরাই ঢুকতে পারবেন রায় দিয়ে গত ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক ওই রায়ে সুপ্রিম কোর্ট জানায়, সবরীমালা মন্দিরে নারীদের প্রবেশে বাধা দেয়ার রীতি অসাংবিধানিক। যেদেশে নারীদের দেবীরূপে পূজা করা হয়, সে দেশে নারীদের জন্য এই নিয়ম কোনো মতেই মান্য হতে পারে না। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পুরুষ ও নারীরা সমানাধিকার ভোগ করবেন। ৫৩ বছরের রীতি ভেঙে শীর্ষ আদালত এই রায় দেন। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।