Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ‘হিজড়াদের’ সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ৫:৪৭ পিএম

বিশ্ব পাল্টে যাচ্ছে। তাই নারীদের সুন্দরী প্রতিযোগিতার পাশপাশি সমাজের উপেক্ষিত অবহেলিতরাও উঠে আসতে শুরু করেছে। শুর হয়েছে হিজড়াদের সৌন্দর্য প্রতিযোগিতা। তারই ফলশ্রুতিতে ভারতের মুম্বাই নগরীতে হিজড়াদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মিস ট্রান্সকুইন ভারত’ প্রতিযোগিতা। খবর আই এ এনএস।
২০১৭ সালে ভারতে অনুষ্ঠিত হয় প্রথম ‘মিস ট্রান্সকুইন ভারত’ প্রতিযোগিতা। গত ৭ অক্টোবর ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ‘মিস ট্রান্সকুইন’ প্রতিযোগিতা। এতে লড়াইয়ে নামেন প্রায় একশ জন। তবে বিজয়িনীর শিরোপা জয় করেছেন ছত্তিশগড়ের ভিনা সেন্দ্রে।
বলিউডের একসময়ের নামকরা অভিনেত্রী রিনা রাই কয়েক বছর ধরে দেশের হিজড়া সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন। তিনিই এর উদ্যোক্তা, ম‚ল পৃষ্ঠপোষক। তিনি বলেন, সমাজের পক্ষে আমরা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে শুরু করলেই কেবল এই সম্প্রদায়ের স্বীকৃতি ও অন্তর্ভুক্তি সম্ভব। সমাজ তাদের প্রতি যে অবজ্ঞার মনোভাব দেখায় এবং আচরণ করে সেটা খুবই অমানবিক।
রিনা রাই ‘মিস ট্রান্সকুইন ভারত’-এর মুখপাত্রও। তিনি বলেন, ‘আমি এখন তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষমতায়ন, দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।
উল্লেখ্য, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, ‘মিস ট্রান্সকুইন’ খেতাব জয়ে শরিক হতে হলে অনেক বিষয়ে জ্ঞানও থাকতে হয়। তাই প্রতিযোগীদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানোর মাধ্যমে তাদের এ যোগ্যতার পরীক্ষা দিতে হয়েছে। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিভিত্তিক বাছাই এবং প্রশ্নোত্তর রাউন্ডও ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজড়া

২৫ ফেব্রুয়ারি, ২০২১
১৪ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ