Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১০:৫৯ এএম

ময়মনসিংহ শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শরীফ চিহ্নিত মাদক বিক্রেতা ও ডাকাত দলেরও সদস্য। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারি ও হত্যাসহ সাতটিরও বেশি মামলা রয়েছে। এ ছাড়া তিনি পুলিশের কাছ থেকে পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, মধ্যরাতে ডিবির দুটি চৌকস দল শহরের কালিবাড়ী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় ঘটনাস্থলে ৮-১০ জন মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়াও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা পুলিশলাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ