Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মালয়েশিয়ায় প্রতারিত হয়ে ৬৩ কর্মী দেশে ফিরেছেন

বিমান বন্দরে আড়াই দিন না খেয়ে অনেকেই অসুস্থ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

স্বপ্নের দেশ মালয়েশিয়ার বিমান বন্দরে আড়াই দিন না খেয়ে প্রতারণার শিকার হয়ে গতকাল শনিবার রাতে ৬৩ জন অসহায় কর্মী হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে এসেছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কোম্পানীর লোকজন বিমান বন্দর থেকে এসব কর্মীকে গ্রহণ না করায় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে ফিরতি ফ্লাইটের টিকিট যোগাড় করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। ঢাকা বিমান বন্দরে পৌছে অসুস্থ্য কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা প্রতারক প্রান্তিক ট্রাভেলসের মালিক গোলাম মুস্তাফা ও মালয়েশিয়ার দালাল ইঞ্জিনিয়ার বাদেলুর রহমান খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের অর্থ আদায়ের জোর দাবী জানিয়েছেন। বিমান বন্দর কল্যাণ ডেক্সের উপ-পরিচালক তানভীর আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দশ সিন্ডিকেটের একটি প্রান্তিক ট্রাভেলস এন্ড ট্যুরিজম লিমিটেডের মাধ্যমে গত ১১ অক্টোবর এসব কর্মী সাড়ে তিন লাখ টাকা করে দিয়ে মালয়েশিয়ায় গিয়েছিল। প্যাসেজ এসোসিয়েটের পার্টনার আরিফ আলম এসব কর্মীদের মালয়েশিয়ার দালাল ইঞ্জিনিয়ার বাদেলুর রহমান খানকে বিপুল পরিমান অর্থ দিয়ে সুপার ম্যাক্স গ্লোভ ম্যানুফেকচারিং এসডিএন বিএইচডি থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র এনে প্রান্তিক ট্রাভেলসের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠায়। মালয়েশিয়ার দালাল বাদেলুর রহমান খান মালয়েশিয়ার স্থানীয় এজেন্ট মিঃ এ্যারেকলীকে কোনো টাকা পরিশোধ না করে গা-ঢাকা দেয়। এসব কর্মীদের কুয়ালালামপুর বিমান বন্দর থেকে গ্রহণের জন্য উক্ত সুপার ম্যাক্স কোম্পানীকে অবহিত করেনি। ফলে কুয়ালালামপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ সুপার ম্যাক্স কোম্পানীর লোকজনকে না পাওয়ায় চরমভাবে ক্ষুদ্ধ হয়। বিমান বন্দরে আটকৃত এসব কর্মী প্রায় আড়াই দিন না খেয়ে অসুস্থ্য হয়ে পড়েন। তারা শুধু টেপের পানি খেলে দিন কাটিয়েছে। কুয়ালালামপুর থেকে চান্দিনার আমান উল্লাহ এতথ্য জানিয়েছেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশ সুপার ম্যাক্স কোম্পানীকে চাপ দিয়ে ৬৩ জন কর্মীর বিমানের ফিরতি টিকিট ক্রয় করে তাদের বাংলাদেশে পাঠিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ