Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুকাকুর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

ফিফার নিষেধাজ্ঞার কারণে মাঠ ছিল দর্শকশূন্য। গ্যালারির ধাক্কা যেন এসে পড়ে ম্যাচের গায়েও। উত্তাপহীন হয়ে পড়ে ম্যাচ। গোলের দেখাও পায়নি কোন দল। স্বাগতিক ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি হয় নিরুত্তাপ ড্র। তবে উয়েফা নেশন্স লিগে রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারায় বেলজিয়াম। রেডদের হয়ে দুটি গোলই করেন রোমেলু লুকাকু।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত জয়হীন থাকল ‘এ’ লিগের গ্রæপ-৪ এর ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে দল দুটি হেরেছিল স্পেনের কাছে। তবে গ্রæপ-২ এর ম্যাচে ঠিকই জয় তুলে নেয় ফিফা র‌্যাঙ্কিংয়ের যৌথ শীর্ষ দল বেলজিয়াম। আইসল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে উয়েফার নতুন এই টুর্নামেন্টে যাত্রা শুরু করে তারা। পরশু ৫৮তম মিনিটে লুকাকু দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মারিও গাভরানোভিচ। ৮৪তম মিনিটে লুকাকু ফের লক্ষ্যভেদ করলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুকাকু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ