Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেস ছেড়ে বিজেপিতে রামদে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। এরই মাঝে ছত্তিশগড়ে জোর ধাক্কা খেল কংগ্রেস। দল ছাড়লেন দীর্ঘদিনের নেতা তথা প্রদেশ কংগ্রেসের পদাধিকারী রামদে উইকে। বিলাসপুরের একটি সভায় বিজেপি সভাপতি অমিত শাহের উপস্থিতিতের বিজেপিতে নাম লেখালেন উইকে। এই দলবদল সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেলের সঙ্গে কথা বলে এনডিটিভি। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে রামদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তখনও কিছু জানতে পারেননি। পাশাপাশি প্রদেশ সভাপতি বলেন, নির্বাচনের মুখে দলবদল একেবারেই নতুন কোনও বিষয় নয়। এরই মধ্যে শুক্রবার দলের প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে কংগ্রেস। নির্বাচন কমিটির প্রধান তথা সভাপতি রাহুল গান্ধির নেতৃত্বেই স্থির হয়েছে প্রার্থী তালিকা। দু’এক দিনের মধ্যেই নাম ঘোষণা হবে। এর আগে বিএসপি নেত্রী মায়াবতী জানান বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করবেন না । শুধু তাই নয় ছত্তিশগড়ে কংগ্রেস বিরোধী বলে পরিচিত অজিত যোগীর দলের সঙ্গেও কথা হয়েছে মায়ার। ইতিমধ্যে প্রচারও শুরু করেছেন মায়া। অন্যদিকে বিলাসপুরের সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন অমিত। আরও একবার ছত্তিশগড়ে বিজেপির সরকার তৈরির আহবান করে অমিত বলেন এখান থেকে বিজেপিকে সমর্থনের ঢেউ উঠবে । সেটাই আগামী লোকসভা নির্বাচনে সুনামি আকারে গোটা দেশে ছড়িয়ে পড়বে। পাশাপাশি অনুপ্রবেশ সমস্যা সমাধান না করার কথা বলে কংগ্রেসকে বাক্যবাণে বিদ্ধ করেন বিজেপি সভাপতি। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রেস

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ