Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

পশ্চিমা মিডিয়ার রিপোর্ট একপেশে : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

চায়না পাকিস্তান ইকনোমিক করিডোর (সিপিইসি) নিয়ে পশ্চিমা মিডিয়ায় সা¤প্রতিককালে যে সব রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেগুলো প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, রিপোর্টে বিকৃত তথ্য ও কিছু ব্যক্তির একপেশে মতামত উপস্থাপন করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই মর্মে এটা স্পষ্ট করে জানানো যাচ্ছে যে চায়না পাকিস্তান ইকনোমিক করিডোর (সিপিইসি) বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সবচেয়ে সক্রিয় প্রকল্প এবং এর অধীনে গত চার বছরে ২৮ বিলিয়ন ডলারের ২২টি প্রকল্পের কাজ হয়েছে। এই প্রকল্পকে শ্রীলংকা বা মালদ্বীপের চীনা বিনিয়োগের সাথে তুলনা করার উপায় নেই কারণ সিপিইসি’র ফ্রেমওয়ার্ক এবং আর্থিক হিসেব এ সব দেশের প্রকল্পগুলোর চেয়ে পুরোপুরি আলাদা। সিপিইসির অর্থায়নের মধ্যে রয়েছে দুই দেশের সরকার পর্যায়ের ঋণ, বিনিয়োগ এবং অনুদান। অবকাঠামো খাতগুলোতে সুদমুক্ত অথবা সরকারী ছাড়ের ঋণের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। গোয়াদর বন্দর অনুদান ভিত্তিক অথবা বিনিয়োগের ভিত্তিতে হচ্ছে, যার অর্থ হলো পাকিস্তান সরকারকে এই বন্দরের উন্নয়নের জন্য ব্যায়কৃত অর্থ পরিশোধ করতে হবে না। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ