নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জমে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। শুরুতে সভাপতি পদে চারজন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত দু’জনকেই দেখা যেতে পারে লড়াইয়ে। আভাস পাওয়া যাচ্ছে, এবার বাফুফে সভাপতি পদে দ্বী-মুখী লড়াই হবে। ক’দিন আগে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি ‘বাঁচাও ফুটবল’ পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান এমপি’র সমর্থনেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে নির্বাচনে ত্রি-মুখী লড়াইয়ের আভাস পাওয়া যায়। তবে শেষ পর্যন্ত তা হয়তো আর থাকছে না। এবার নিজেকে গুটিয়ে নিচ্ছেন সভাপতি পদের আরেক হেভীওয়েট প্রার্থী সাবেক তারকা ফুটবলার গোলাম রব্বানী হেলাল। আজই তিনি কাজী সালাউদ্দিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।
হেলাল দীর্ঘদিন ধরে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের ঘনিষ্টজন থাকলেও বেশ ক’বছর তার থেকে দুরে রয়েছেন। সুত্র জানায়, ফুটবল ও ব্যাক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে সালাউদ্দিনের সঙ্গে ক’বছর ধরে হেলালের বিরোধ চলে আসছিলো। বাফুফে সভাপতি হিসেবে সালাউদ্দিনের প্রথম মেয়াদকালে হেলাল তার কমিটির সদস্য থাকলেও বর্তমান কমিটিতে জায়গা পাননি। ফলে গত চারবছর একদিনের জন্যও তিনি বাফুফে ভবনে আসেননি। হেলাল-সালাউদ্দিন দ্বন্ধ এতোটাই চরমে ছিলো যে, এবার তিনি সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হন। কিন্তু তার আরেক ঘনিষ্টজন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ায় বেঁকে বসেন হেলাল। সুত্র আরো জানায়, তিনি কিছুতেই মানতে পারছেন না ফুটবলের বাইরের লোক বাফুফের সভাপতি হবেন। হেলালের কথা, ‘পোটন আমার ঘনিষ্ট বন্ধু হলেও তিনি ফুটবলের কিছুই জানেন না। যিনি ফুটবলের লোক নন, তার হাতে বাফুফের দায়িত্ব তুলে দেয়া বোকামী ছাড়া আর কিছুই নয়। একজন সাবেক ফুটবলার হিসেবে আমার দায়িত্ব বাফুফে সভাপতি পদে সঠিক ব্যাক্তিকে বেছে নেয়া। সেই হিসেবে যদি আমি নিজে নির্বাচন না করি তবে সালাউদ্দিন ভাই সঠিক ব্যাক্তি। ফুটবলের আদর্শিক কারনে আমি চাইবো তিনিই বাফুফে সভাপতি হিসেবে দায়িত্বে থাকেন। জানা গেছে, কামরুল আশরাফ খান পোটন বাফুফে সভাপতি পদে নির্বাচন করায় বেশ ক্ষেপে গেছেন হেলাল। অথচ তিনি পোটনকে নরসিংদী থেকে বাফুফের কাউন্সিলর হয়ে আসার জন্য উৎসাহ দেন। তার উৎসাহতেই পোটন নরসিংদী থেকে কাউন্সিলর হওয়ার পর হেলালের সঙ্গে আলোচনা না করেই বাফুফে সভাপতি পদে প্রার্থী হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।