Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে শালিসে হামলা : আহত ২

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

কুমিল্লার তিতাস উপজেলার ইউছুফপুর গ্রামে জমি সক্রান্ত বিরোধ নিয়ে বিচার শালিসি বৈঠকে হামলা চালিয়ে ২জনকে আহত করেছে প্রতিপক্ষ। জানা যায়, গত শুক্রবার উপজেলার সদর ইউনিয়ন ইউছুফপুর গ্রামে ১ শতাংশ জমির বিরোধ নিয়ে কাশেম খন্দকারের বাড়ীতে ঘরোয়াভাবে বিচার শালিসে বসে দুই পরিবারের লোকজন ও আত্মিয় স্বজন। এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন সরকার,বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন মাস্টার, সাবেক মেম্বার আঃ মতিন,মনিরুজ্জামান খন্দকার,অহিদুজ্জামান খন্দকারসহ আরো অনেকে। বিচার চলা অবস্থায় কথা কাটাকাটির এক পর্যায়ে একই গ্রামের মৃত আঃ রশিদ মিয়ার ছেলে শাহ আলম খন্দকার(স্বপন), আবুসিদ্দিক রিপন খন্দকার,কালাম খন্দকার, হেলাল খন্দকারসহ আরো অনেকে বিচারকদের অবমাননা করে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এসময় দুইজন আহত হয় আহতরা হলো শিউলি বেগম (৪০) ও তার স্বামী মাহাবুব খন্দকার (৫০)।স্থানীয়রা শিউলিকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও মাহাবুব কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ