বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমরা যে যে মতের হইনা কেন, রাজশাহীর উন্নয়নে আমরা সকলে একমত। সকল রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে থেকে নগরবাসীর প্রত্যাশা পূরণে আমরা একসঙ্গে কাজ করতে চাই। রাজশাহীকে দেশের মধ্যে উল্লেখযোগ্য নগরীতে নিয়ে যেতে চাই। তিনি গতকাল বিকেলে নগর ভবন মিলনায়তনে নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভায় এসব কথা বলেন। সভায় রাসিকের নব নির্বাচিত মেয়র ও সকল কাউন্সিলরবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন রাসিকের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে মেয়র সকলের মতামত নিয়েই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ। ওয়ার্ড কার্যালয়ে সিটিজেন চার্টার স্থাপন, সকল কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ, রাজস্ব কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা, উন্নয়ন প্রকল্প শুরু ও শেষের চিত্র ধারণ ও সংরক্ষণ করা, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র, ফিঙ্গার প্রিন্টে হাজিরা নিশ্চিতকরণ, নির্দিষ্ট পোশাক পরে অফিসে আগমন, ওয়ান স্টপ সার্ভিসের সেবা কার্যক্রম গতিশীলকরণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় রাজশাহী ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভায় কাউন্সিলরগণ মহানগরীর উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। মেয়র তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। মঞ্চে আরো ছিলেন রাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউন নবী দুদু, সাবেক প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযব, সাবেক দায়িত্ব প্রাপ্ত মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, সাবেক প্যানেল মেয়র-৩ মোসাঃ নুরুন্নাহার বেগম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন, সচিব মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের নবনির্বাচিত কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।