Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইতালিতে অ্যাওয়ার্ড পেলো হালদা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৮, ১২:০২ এএম

ইতালীতে অনুষ্ঠিত ২১তম রিলিজিয়ন টু ডে ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮ তে তৌকীর আহমেদ পরিচালিত হালদা প্রতিযোগিতা বিভাগে গ্র্যান্ড পিক্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ৫ অক্টোবর শুরু হওয়া এই উৎসব চলে ১০ অক্টোবর পর্যন্ত। উৎসবের সমাপনী অনুষ্ঠানে হালদা পরিচালক তৌকীর আহমেদ এর হাতে পুরস্কার তুলে দেন উৎসবের জুরী ও আয়োজকবৃন্দ। ২১তম রিলিজিয়ন টু ডে ফিল্ম ফেস্টিভালে অংশগ্রহণ করার জন্য তৌকীর আহমেদ গত ৫ অক্টোবরর ইতালির উদ্দেশ্যে রওনা দেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। পুরস্কার প্রাপ্তিতে তৌকীর আহমেদ ইতালি থেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর দর্শক-ভক্ত, শুভকাঙ্খি, গনমাধ্যম, কলাকুশলী ও সহকর্মীদের। উল্লেখ্য, হালদা’র এটি ৭ম আন্তর্জাতিক অ্যাওয়ার্ড। ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে হালদা সেরা চলচ্চিত্র সহ ৪ টি পুরস্কার অর্জন করে। কসোভোতে হালদা পেয়েছে সেরা চিত্রগ্রাফী এ্যওয়ার্ড, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে বাংলাদেশ প্যানরোমা বিভাগে সেরা পরিচালকের এ্যাওয়ার্ড। এছাড়াও হালদা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আমার ভাষা চলচ্চিত্র উৎসবে পেয়েছে হিরালাল সেন পদক। হালদা চলচ্চিত্রের মার্কেটিং ও চলচ্চিত্র উৎসব বিষয়ক কর্মকর্তা মনজুরুল ইসলাম মেঘ জানান, তৌকীর আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্র ইতি মধ্যেই রাশিয়া, ইতালি, কসোভো, দক্ষিন কুরিয়া, কানাডা, শ্রীলংকা সহ ১১ টি দেশের উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়াও হালদা আরো বেশ কয়টি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনিত হয়েছে যা খুব শিঘ্রই পরিচালক তৌকীর আহমেদ জানাবেন। উল্লেখ্য হালদা বানিজ্যিক সিনেমা হিসাবে ১৪ টি দেশে মুক্তি পেয়েছিলো ২০১৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হালদা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ