মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শক্তিশালী ঘূর্ণিঝড় তিতলির তান্ডবে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে অন্তত ৮ জন নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত বাড়ি। উড়িষ্যায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ঝড়ের আগে উড়িষ্যা থেকে অন্তত তিন লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলা প্রশাসক কে ধনঞ্জয় রেডি বলেন, প্রায় ৬ থেকে ৭ হাজার বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে বলে আশঙ্কা করছি আমরা। ফলে ৪ থেকে ৫ লাখ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত।
প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রধান ডি ভারাপ্রসাদ বলেন, অনেক অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির অভাব রয়েছে।
উড়িষ্যার শিক্ষা কর্মকর্তারা জানান, সপ্তাহের বাকি দিনগুলো সেখানে স্কুল-কলেজ বন্ধ থাকবে। গৃহহারাদের ১১০০টি আশ্রয় কেন্দ্রে জায়গা দেওয়া হয়েছে।
এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী উড়িষ্যায় আঘাত হানে তিতলি। এ সময় ঘণ্টায় ১২৫ কিলোমিটারের বেশি বেগে বাতাসের পাশাপাশি ভারি বৃষ্টিপাত হয়। উড়িষ্যার গ্যাঞ্জাম, গজপতি, ক্ষুরদা, জগতিসংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক ও বালাসোর জেলায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তিতলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।