Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে ভাইয়ের হাতে ভাই খুন

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ২:০২ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল আওয়াল (৪২)। উপজেলার সালটিয়া ব্রিজ সংলগ্ন পৌর শহরের ষোলহাসিয়া মৌজাতে অবস্থিত জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল । এরই বৃহস্পতিবার বিরোধ জমিতে গাছ লাগাতে গেলে ঝগড়ার শুরু হয়। এক পর্যায়ে লাঠির আাঘাতে আওয়াল (৪২) আহত হয়। আহত আওয়াল চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পাঁচ ছেলে নুরুল ইসলাম (৬০), বদরুল আলম (৫৫), শাহজাহান (৪৭), আওয়াল (৪২), জুয়েল (৩০) এর মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলেছিল। বৃহস্পতিবার সকালে জুয়েল, আওয়াল, শাহজাহান বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে গেলে পাঁচ সহোদরের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লোহার রড ও লাঠি দিয়ে পরস্পরকে আঘাত করে। এ সময় আওয়াল, বদরুল আলম ও জুয়েল গুরুতর আহত হয়। গুরুতর আহত আওয়ালকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও অবস্থার অবনতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আওয়াল মারা যান।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান, পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাই খুন

৩ সেপ্টেম্বর, ২০২১
১২ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ