মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল বদল করতে ইনট্রিগ্রেটেড ব্যাটল গ্রুপ (আইবিজি) গঠন করতে চায় ভারতীয় সেনাবাহিনী। বর্তমানে কোর, ব্রিগেডের মতো যে পুরনো কাঠামো রয়েছে তা পরিবর্তন করে আর্টিলারি, যান্ত্রিক পাদাতিক, সাঁজোয়া, সিগন্যাল ও এয়ার ডিফেন্সের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলোর সমন্বয়ে ওই গ্রুপ গঠন করা হবে। নয়া দিল্লিতে আর্মি কমান্ডারদের যে বৈঠক চলছে তাতে আইবিজি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিষয়টি সম্পর্কে অবহিত, নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষামন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ইস্যুটি নিষ্পত্তি করা হবে।’ সেনাবাহিনীকে নানাভাবে বদলে দেবে আইবিজি। যেমন এতে অনেক গতিশীলতা তৈরি হবে। কোন সুনির্দিষ্ট যুদ্ধহুমকির মোকাবেলায় বাহিনীর সমাবেশ করার সক্ষমতা বাড়বে। আর, প্রয়োজন হওয়া মাত্র যুদ্ধক্ষেত্রে দ্রুত বাহিনী পাঠানো সহজ হবে। আইবিজি’র যৌক্তিকতা ও সুবিধা ব্যাখ্যা করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল কে জি সিং বলেন, এগুলো স্বয়ংসম্পূর্ণ, এগুলো লাইট ফাইটিং ইউনিট। সঠিক সম্পদ ও প্রযুক্তি হাতে পেলে প্রয়োজনীয় জবাব দিতে পারবে তারা। কোন পরিস্থিতিতে সাড়া দেয়া ও সেনাদের গতিবিধি দ্রুততর হবে। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।