রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনাঞ্চলের নাগরিক যন্ত্রণার অপর নাম এখন বিদ্যুৎ। জনজীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাসেবা, প্রকাশনা শিল্প সর্বত্রই ত্রাহি অবস্থা। প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গ্রামে-গঞ্জে কখনো কখনো চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আশ্বিনের এই তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। মনে হয় এ সমস্যা দেখার যেন কেউ নেই। লোডশেডিংয়ের কারণে জনগণের দুর্ভোগ ও ভোগান্তি চরমে পৌঁছেছে এবং এ অঞ্চলের শিল্প-ব্যবসা বাণিজ্যে নেমেছে ভয়াবহ ধস।
খুলনার কয়রা উপজেলার পাথরখালি গ্রামের পোলট্রি ব্যবসায়ী মফিজুল ইসলাম সানা বলেন, মৎস্য ব্যবসার পাশাপাশি আমার পোলট্রি ফার্ম এখন লোডশেডিংয়ের কারণে চরম ক্ষতিগ্রস্ত। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া বয়লার মুরগিগুলো বাঁচানো যাচ্ছে না। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের নাগরিক নেতা ও মানবাধিকার কর্মী মহিউদ্দিন জানান, বিদ্যুতের লুকোচুরি খেলায় এই তীব্র গরমে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
খুলনার বিদ্যুৎ সেক্টরের বেহাল দশার নেপথ্যে তিনটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর লাইফ টাইম (মেয়াদ) বহু আগে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সেগুলো চালানোর নামে মেরামত বাণিজ্য। এ ছাড়া অন্যান্য দুটি কারণ হচ্ছে- নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন না করে লাইন সম্প্রসারণ এবং এ সেক্টরের উন্নয়নের জন্য দেশীয় কনসাল্টেন্ট বা ফার্ম বাদ দিয়ে বিপুল অর্থ ব্যয়ে বিদেশী বিশেষজ্ঞ নিয়োগ। মূলত এ তিনটি কারণে বিদ্যুৎ সেক্টর ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে এবং লাভের পরিবর্তে সরকারকে লোকসান গুনতে হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।