Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে নূরানী মাহফিল

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

রাউজানের হলদিয়া ইউপির সর্তারকুল মৌলানা রমজান আলী স্মৃতি সংসদের উদ্যোগে আহলে বায়তে রাসুল (দঃ) স্মরণে বুধবার রাতে নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদ ময়দানে আয়োজিত নূরানী মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের খতিব ও হাটহাজারী নোমানিয়া মাদ্রাসার প্রভাষক আল্লামা মুফতি ইকরাম হোসেন (মুজিআ)। মৌলানা আবু তালেব রেজভী ও মুহাম্মদ সাইফুলের যৌথ সঞ্চালনায় এতে প্রধান ওয়ায়েজীন ছিলেন রাউজান উরকিরচর মুহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাছান রেজা কাদেরী (মুজিআ)। এতে উপস্থিত ছিলেন ইদ্রিছ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু আহম্মদ, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, জালাল আহমেদ, জিয়াউল হক চৌধুরী সুমন, ইকবাল হোসেন চৌধুরী, মৌঃ আলী আকবর, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, মাহবুবুল আলম প্রমুখ। এতে আল্লামা হাছান রেজা বলেন, আহলে বায়তের প্রেম হচ্ছে ঈমান। তিনি বলেন কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রঃ) নিজের জানের চিন্তা করেননি, তিনি এজিদ বাহীনিকে বলেছিলেন তোমরাতো আমাকে শাহাদৎ করবে এরপরও আমাকে দু রাকাত নামাজ পড়ার সূযোগ দেন। এর আগে খতমে কোরআন, মোশায়েরা মাহফিল, নুরানী ছাত্র-ছাত্রীর মাঝে বার্ষিক পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ