পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ১৪ বছর আগের বোমা-গ্রেনেড হামলার বিচার হয়েছে; অথচ ২০ বছর আগে পল্টন সিপিবির জনসভায়ও বোমা হামলা চালিয়েছিল আজও সেই ঘটনার বিচার হয়নি। গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন উল্লেখ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০১ সালের ২০ জানুয়ারী পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ১৪ বছর আগে ২১ আগস্ট ভয়ঙ্কর বোমা হামলা করেছে। শুরুতে বিচার চেয়েছি, বিচার হয়েছে-আদালত রায় দিয়েছে। দেশের আইন শাসন প্রতিষ্ঠা করার জন্য সব হত্যাকান্ডে বিচার হওয়া উচিত। এই দায়িত্ব সরকারের। সরকারকেই সব সময় সচেতন থাকা উচিত-যাতে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি না হয়। সেই ব্যাপারে রায় দেয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রায় দেয়া হয়েছে।
সিপিবি’র সভাপতি বলেন, ১৪ বছর আগের বোমা গ্রেনেড হামলার বিচার হয়েছে, অথচ ২০ বছর আগে পল্টন সিপিবির জনসভায়ও বোমা হামলা চালিয়েছিল আজও সেই ঘটনার বিচার হয়নি। সাগর-রুনি, তকু ও আপসানাসহ সব হত্যার বিচার চাওয়া হলেও এখনো এসব হত্যাকান্ডের বিচার হয়নি। তিনি আরো বলেন, এখনো গুপ্ত হত্যা, বিচার বহির্ভূত হত্যা কান্ড হচ্ছে। সব হত্যাকান্ডের বিচারের উদ্যোগী না হলে মানুষের মধ্যে সন্দেহ থেকে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।