Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘে মার্কিন দূত হতে পারেন দিনা পাওয়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৯:১৪ পিএম | আপডেট : ১২:০৭ এএম, ১১ অক্টোবর, ২০১৮

জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে নিযুক্ত হতে পারেন হোয়াইট হাউসের সাবেক পরামর্শক দিনা পাওয়েল। নিয়োগের জন্য তার নামই প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মেয়ে ইভানকার নাম বারবার আসলেও পরে দিনা পাওয়েলের পক্ষে মত দেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মঙ্গলবার হঠাৎ করেই জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেন। তারপর থেকেই আলোচনা শুরু হয় কে হবেন হ্যালির উত্তরসূরী। সেই বিষয়ে আলোচনায় মেয়ে ইভানকার কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “আমি ইভানকার নাম শুনছি। সে কেমন হবে? এটাতে স্বজনপ্রীতির কিছু নেই। সেই এই পদের জন্য সেরা পছন্দ। কিন্তু তারপরও আমার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনা হবে।”
ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম বছর প্রশাসনে জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ-পরামর্শক হিসেবে দায়িত্বপালন করেন দিনা পাওয়েল। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এরপর পুরানো কর্মস্থল গোল্ডম্যান স্যাচে ফিরে আসেন দিনা। এর আগে জর্জ বুশের শাসনামলে পররাষ্ট্র দফতরের উচ্চপদে দায়িত্বশীল ছিলেন তিনি। বর্তমানে হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র ফেলো দিনা।
এর আগে নিকি হ্যালির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, হ্যালি খুবই বিশেষ একজন ব্যক্তি। ছয় মাস ধরে তাকে চেনেন ট্রাম্প। তিনি বলেন, হ্যালি হয়তো পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। নিকি হ্যালিও ইভানকা ও জ্যারেড কুশনারের প্রশংসা করেন। তিনি বলেন, “আমি ইভানকা ও জ্যারেডের ব্যাপারে যাই বলি না কেন, সেটা কম হয়ে যাবে। জ্যারেড সত্যিই অসাধারণ। আর ইভানকা আমার খুবই ভালো বন্ধু। তারা দেশের জন্য পর্দার আড়াল থেকে অনেক কাজ করে যায়।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনা পাওয়েল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ