Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

কানাডায় হাজার ফুট উপরে নাগরিকত্বের শপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৬:০৬ পিএম

টরেন্টোতে অবস্থিত বিশ্বের অন্যতম উচু ভবন ১১৬ তলার সিএন টাওয়ারের পার্শ্ব চূড়ায় তুলে মঙ্গলবার নতুন নাগরিকদের শপথ পড়ালো কানাডা। অনুষ্ঠানে উপস্থিত নতুন নাগরিকরা সবাই দেড় হাজার ফুটের বেশি উচ্চতার ভবনটির চূড়ায় তারের সঙ্গে ঝুলছিলেন।
কানাডার অভিবাসন নীতিকে ব্যতিক্রমভাবে তুলে ধরার জন্যই এমন আয়োজন করা হয়। নতুন নাগরিকদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন। তিনিই ৬টি ভিন্ন দেশ থেকে আসা এই অভিবাসীদের শপথ বাক্য পাঠ করান।
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা জানায়, ১৮১৫ ফুট উচ্চতার ভবনটিতে এর আগেও নাগরিকত্বের শপথ পড়ানো হয়েছে। কিন্তু এবারই প্রথম ভবনের চূড়ায় এমন শ্বাসরুদ্ধকর উচ্চতায় তুলে নাগকিদের বরণ করে নেওয়া হলো। অনুষ্ঠানের পর অভিবাসনমন্ত্রী আহমেদ হুসেন এই টুইট বার্তায় লিখেছেন, ‘আকাশই কানাডীয় নাগরিকত্বের সীমানা।’
বহুসংস্কৃতিবাদ নিয়ে গর্ব করে থাকে কানাডা। ২০১৭ সালে দেশটি ২ লাখ ৭০ হাজার অভিবাসী গ্রহণ করেছে। সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিকত্বের শপথ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ