Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে হারিকেন মাইকেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ৪:১৫ পিএম

শক্তিশালি হারিকেন মাইকেল স্থানীয় সময় দুপুরে (গ্রিনিচমান সময় ১৬ টা, বাংলাদেশ সময় রাত ১০টা) ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছে। ক্যাটেগরি ৩ মাত্রার ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় ২শ’ কিমি। উপকূল ভাগে আসার সময় তার বেগ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।
ইতিমধ্যে ফ্লোরিডার ৩ লাখ ৭০ হাজার লোককে উঁচু স্থানে সরিয়ে নেয়ার আদেশ জারি করা হয়েছে। ফ্লোরিডা, আলাবামা ও জর্জিয়ায়ও জরুরি অবস্থা ঘোষণ্ করা হয়েছে। ঝড়ের কারণে মধ্য আমেরিকায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু ঘটার খবর পাওয়া গেছে।
মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বুলেটিনে মঙ্গলবার বলা হয়, রাতে ও বুধবার মাইকেল হারিকেনের গতিবেগ বৃদ্ধি পেয়ে ক্যাটেগরি ৪-এ রূপ নিতে পারে। ফ্লোরিডার কোথাও কোথাও ১২ ফুট উচুঁ জলোচ্ছাস হতে পারে।
এটি স্থলে আঘাত হানার পর দুর্বল হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। এ ঝড়ের কারণে ৩শ’মাইল উপকূল এলাকা ঝুঁকির সম্মুখীন।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট মাইকেলকে এক দানবীয় ঝড় বলে আখ্যায়িত করেছেন। এ এলাকার স্কুল ও অফিসগুলো বন্ধ এ সপ্তাহে রাখা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আসন্ন হ্যারিকেন মোকাবেলার জন্য আমরা ভালোভাবে প্রস্তুত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হারিকেন মাইকেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ