Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উ. কোরিয়ার

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া নতুন মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে দ্বিতীয়বারের মতো প্রস্তুতি নিচ্ছে। ১০ দিন আগে প্রথম দফার উৎক্ষেপণ চরমভাবে ব্যর্থ হওয়ার পর তারা এ প্রচেষ্টা চালাচ্ছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এ কথা জানায়। গত সপ্তাহের শেষের দিকে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিন্দা জানানোর পর এ ধরনের যে কোনো পরীক্ষা চালানো হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য আরেকটি চপেটাঘাত। জাতিসংঘের বিদ্যমান প্রস্তাবে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত যে কোনো প্রযুক্তির ব্যবহার উত্তর কোরিয়ার জন্য নিষিদ্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়া নিকট ভবিষ্যতে মুসুদান নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এমন ইঙ্গিত পেয়েছে। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উ. কোরিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ